
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৬:১১ এএম
ডা. তাজনূভা জাবীনকে ঘিরে মিথ্যা প্রচারণার নিন্দা এনসিপির, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:১৮ এএম

ছবি : সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিওকল ফাঁসকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও কথিত রাজনৈতিক গোষ্ঠী তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুরুচিপূর্ণ, মিথ্যা ও যৌন হয়রানিমূলক প্রচারণার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি এবং ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার সকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও কর্তৃত্বকে বাধাগ্রস্ত করার এক পরিকল্পিত প্রয়াস। অতীতে এনসিপি’র নারী নেত্রীদের বিরুদ্ধেও একই ধরনের অপপ্রচারের নজির রয়েছে।
বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নারীরা যে রাজনৈতিক ক্ষমতায়ন পুনরুদ্ধার করেছেন, এই ধরণের আক্রমণ সেই অগ্রগতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এমনকি কিছু তথাকথিত ফ্যাসিবাদবিরোধী গোষ্ঠীর নেতাকর্মী ও কিছু মিডিয়া ব্যক্তিত্বও এই অপপ্রচারে সক্রিয় কিংবা নীরব সমর্থন জানাচ্ছেন। একটি মূলধারার দৈনিকও তাজনূভা জাবীনকে ঘিরে বিভ্রান্তিকর ফটোকার্ড প্রকাশ করেছে, যা জনপরিসরে তাকে আরও বেশি অরক্ষিত করেছে।
নারীর রাজনৈতিক অংশগ্রহণকে লক্ষ্য করে এই ধরনের অপচেষ্টা বন্ধ না হলে এনসিপি ভবিষ্যতে অনলাইন ও অফলাইন সকল নির্যাতনকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে—এমন সতর্কবার্তা জানানো হয়েছে বিবৃতিতে।