
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৭:২১ এএম
আওয়ামী লীগ ১৫ বছরে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:২০ পিএম

ছবি- সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে। দেশের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে এবং প্রতিষ্ঠিত গণতন্ত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মির্জা ফখরুল আজ বুধবার (১৮ জুন) রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, “কারাগারে দেখেছি, একজন প্রৌঢ় বিএনপি কর্মী বোরহান কয়েদির পোশাকে ঝাড়ু দিচ্ছেন—যা দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি।”
ফখরুল দাবি করেন, গত দেড় দশকে আওয়ামী লীগ যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোই আইন পরিণত হয়েছে। উত্তরার তার নিজ বাসায় ডিশ সংযোগ দিতেন এক ব্যবসায়ী, যিনি দল পরিবর্তনের পর তার ব্যবসা হারিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা আওয়ামী লীগের মতো রাজনীতি করতে চাই না। কেউ অন্যের ব্যবসা কেড়ে নিলে সে আমাদের নীতি বহির্ভূত কাজ করছে, আর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
আলোচনায় মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে “রাষ্ট্রনায়কোচিত নেতা” উল্লেখ করে বলেন, ড. ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠকের কারণে জাতীয় নির্বাচনের সময়সূচি পরিবর্তিত হতে পারে—এটি নিয়ে একটি পক্ষ অসন্তুষ্ট বলে মন্তব্য করেন তিনি।
বেকারত্ব প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রথম কাজ হবে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, সদস্য সচিব মো. মোস্তফা জামানসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
আরএস/