
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৮:৩৮ এএম
আজ সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০১:৫১ পিএম

ছবি- সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়া গুলশানের নিজ বাসা থেকে বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে রওনা দেবেন।
দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন বেগম জিয়া। এ কারণে নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তার আগমনের কারণে হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্টরা ধারণা করছেন।
আরএস/