Logo
Logo
×

রাজনীতি

দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তারেক রহমান : বিএনপির স্থায়ী কমিটি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:৪২ পিএম

দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তারেক রহমান  :  বিএনপির স্থায়ী কমিটি

ছবি-সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে  বিএনপির বৈঠক ফলপ্রসু হয়েছে। বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। এ জন্য দলের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

 স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকারবলে), ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকটি সফলভাবে সম্পন্ন করতে তারেক রহমান তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে, দেশের সর্বস্তরের মানুষের মনে আস্থার সঞ্চার করেছেন। বহুল কাঙ্ক্ষিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন বলেও মনে করেন স্থায়ী কমিটির সদস্যরা।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন