Logo
Logo
×

রাজনীতি

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি

Icon

অনলাইন ডেস্ক ;

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৮:০৩ পিএম

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি

ছবি-সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আইনগতভাবে ও সাংবিধানিকভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাপান শাখা। 

মঙ্গলবার (১৭ জুন) জাপান টোকিও সাইতামায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জাপান শাখার পক্ষ থেকে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ডায়েস্পোরা এশিয়া প্রতিনিধি ও জাপান শাখা সমন্বয়কারী যুবাইর আহমেদ সরদার। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশি নাগরিক শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে নয়, বরং দেশের গণতন্ত্র ও ন্যায়ের লড়াইটিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এনসিপি জাপান শাখার প্রতিনিধি আবদুল রহমান, আকাশ, জাকির হোসেন, রায়হান আহমেদ ও  মিজানুর রহমান প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন