Logo
Logo
×

রাজনীতি

দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহবান সারজিস আলমের

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৩:৪৮ পিএম

দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহবান সারজিস আলমের

ছবি-যুগের চিন্তা

যে কোন নির্বাচনে মাদক কারবারি, দুনীর্তিবাজদের ভোট না দেয়ার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

রবিবার দুপুরে বাংলাদেশ সর্বদক্ষিনের স্থল সীমান্ত কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের নাফনদীর পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে আলাপকালে এমন আহবান জানানো হয়। 

দুপুর সাড়ে ১২টার দিকে নাফনদীর জেটি এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে কয়েকজনের সাথে কথা বলেন সারজিস আলম। এসময় তাদের কাছে জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে কতটুকু জানেন,তাকে চিনেন কিনা বা কিভাবে চিনের এসব প্রশ্ন করেন কয়েকজনকে।

এসময় তিনি তাদের দল নাম জানা এবং তাকে চিনতে পারায় আনন্দ প্রকাশ করে করেন। তিনি জানতে চান সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান কমেছে কিনা? আওয়ামীলীগের লোকজন যারা মাদক সিন্ডিকেট পরিচালনা করতে তারা আছেন কিনা পালিয়ে গেছে এসব তথ্য জানেতে চান। এরপর তিনি তাদের দলের যোগদানের আহবানও জানান। 

এসময় টেকনাফের ছাত্রপ্রতিনিধি মোরশেদ আলম, জুবাইর আজিজ, বাহা উদ্দীন, সায়েম সিকদার, আবছার হোসাইন, মাহমুদুল হাসান বাবুল, রবিউল আলম সহ অন্যান্যরা তার সাথে দেখা করেন। পরে একটার দিকে কক্সবাজারে ফিরেন সারজিস আলম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন