Logo
Logo
×

জাতীয়

দেশে ফিরলেন ইউনূস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১০:৪৫ এএম

দেশে ফিরলেন ইউনূস

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বলে তার দপ্তর জানিয়েছে।

সফরের শেষ দিন শুক্রবার প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এরপর দেওয়া যৌথ ঘোষণায় আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের আভাস দেওয়া হয়।

এতে বলা হয়, বৈঠকে তারেক রহমান আগামী রোজার আগে ভোটের প্রস্তাব করেন। তখন মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হয়, রোজা শুরুর ‘আগের সপ্তাহেও’ ভোট করা যেতে পারে।

এ ব্ঠৈকের পর আগের সূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের (এফসিডিও) দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিফ্রিংয়ে এ সফরের বিষয়ে বলেছেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবার যুক্তরাজ্য সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

সফরকালে মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেন।

প্রধান উপদেষ্টা সফরকালে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।

প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, তার সফরকালে যুক্তরাজ্যের এনসিএ (ন্যাশনাল ক্রাইম এজেন্সি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন শীর্ষ সহযোগীর (সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ) ৩২০টি সম্পত্তি জব্দ করেছে। এনসিএ জানিয়েছে, এটি তাদের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় সম্পদ জব্দের ঘটনা।

সফরকালে ব্রিটিশ মন্ত্রী, এমপি ও কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ বাংলাদেশের কর্মকর্তাদের একাধিক ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন