ছবি- সংগৃহীত
কোভিডে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১০ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। তবে সুস্থ হয়েছেন দুই জন। স্বাস্থ্য অধিদফতর বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত কোভিড-১৯-এর ১০৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আরও ১০ জন। বুধবার ১৩ জন এবং তার আগের দিন ৫ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদফতর।
নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩৫ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক পাঁচ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিন থেকে জানা যায়, যে ১০৭টি পরীক্ষার বিপরীতে ১০ জন শনাক্ত হয়েছেন সেই পরীক্ষা ও রোগী সবই ঢাকার। দেশের অন্য কোথাও করোনার কোনও নমুনা পরীক্ষা হয়নি। এদিকে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) জানিয়েছে, বাংলাদেশে শনাক্ত হয়েছে কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট, তবে এটি এখনও আশঙ্কার বড় কারণ নয়।
আইসিডিডিআর,বি জানায়, বাংলাদেশে ওমিক্রনের দুটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসির আবির্ভাব হয়েছে, যা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এই বছরের এপ্রিলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম শনাক্ত হওয়া এই জেএন.১ গ্রুপের ভ্যারিয়েন্ট এখন বেশ কয়েকটি অঞ্চলে শনাক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এই বছরের মে মাসে কিশোরগঞ্জ, রাজশাহী, কুমিল্লা, খুলনা, যশোর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও দিনাজপুরে অবস্থিত আইসিডিডিআর,বি'র হাসপাতালভিত্তিক ইনফ্লুয়েঞ্জা সার্ভিল্যান্স স্টাডি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এই ভ্যারিয়েন্ট ৭ শতাংশ ছিল।
আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও আইসিডিডিআর,বি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।
প্রতিষ্ঠানটি পরামর্শ হিসেবে বলেছে, সুরক্ষিত থাকুন, অসুস্থ লাগলে বাড়িতে থাকুন। এছাড়া টিকা নিন, বিশেষত যদি বয়স্ক বা ইমিউনোকম্প্রোমাইজড বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। জনাকীর্ণ স্থানে মাস্ক পরুন, নিয়মিত আপনার হাত ধুয়ে নিন বা স্যানিটাইজ করুন। করোনার সংক্রমণ বাড়ায় বুধবার স্বাস্থ্য অধিদফতর ১১ দফা নির্দেশনা দিয়েছে।



