
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম
ব্রেকিং |
ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৫২ এএম

ছবি- সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৩ জুন) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম. খায়রুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পরদিন ৮ জুন রবিবার সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে এবং পরবর্তী দিন অর্থাৎ ৯ জুন সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।