ছবি : সংগৃহীত
ঈদুল আজহার ছুটি শেষে যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি শুরু হয়েছে ১৩ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিটের। যাত্রীসেবায় স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে এবারও শতভাগ আসন অনলাইনে ছাড়া হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের পর সাত দিনের ফিরতি ট্রেন যাত্রার জন্য বিশেষভাবে অগ্রিম টিকিটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ৯ জুনের টিকিট ছাড়া হয়েছে ৩০ মে, ১০ জুনের ৩১ মে, ১১ জুনের ১ জুন, এবং ১২ জুনের টিকিট ছাড়া হয়েছে ২ জুন। এরপরের টিকিট—আগামীকাল বুধবার বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের জন্য ৫ জুন পাওয়া যাবে।
আরএস/



