
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম
বাজেটে ইন্টারনেট-মোবাইল সেবায় কর কমানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৬:৪২ পিএম

ছবি- সংগৃহীত
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবা ব্যবহারকারীদের জন্য সুখবর এসেছে। ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
একই সঙ্গে মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ ২ শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ নির্ধারণ করা হয়েছে। যেটি গ্রাহকদের জন্য পজিটিভ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার শুরু হয়। বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সঙ্গে প্রচার করা হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
লিখিত বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, ইন্টারনেট সেবায় উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা হয়েছে। ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের স্থলে ৫ শতাংশ করা হয়েছে। সিকিউরিটিজের সুদ হতে উৎসে কর কর্তনের হার ৫ শতাংশের স্থলে ১০ শতাংশ করা হয়েছে।