Logo
Logo
×

জাতীয়

জননিরাপত্তায় বরাদ্দ বেড়েছে ১ হাজার ৩৬৭ কোটি টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম

জননিরাপত্তায় বরাদ্দ বেড়েছে ১ হাজার ৩৬৭ কোটি টাকা

ছবি-সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে  পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ জননিরাপত্তা বিভাগের জন্য ১ হাজার ৩৬৭ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। সোমবার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তার বাজেট বক্তৃতা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হচ্ছে।

জননিরাপত্তা খাতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ২৭ হাজার ১ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের এই বিভাগের জন্য প্রস্তাবিত বাজটে ছিল ২৬ হাজার ৮৭৭ কোটি টাকা। পরবর্তীতে সংশোধীত বাজেটে বরাদ্দ দেয়া হয় ২৫ হাজার ৬৩৪ কোটি টাকা। গত সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরের জন্য ১ হাজার ৩৬৭ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করার পর ৩০ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা কার্যকর করা হবে।

সবমিলে প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় এই বাজেট ৭ হাজার ১শ কোটি টাকা কম। ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর। এটি স্বাধীন বাংলাদেশের ৫৫তম বাজেট। 

এরআগে, সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বাজেট অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠকটি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়েছে। বৈঠকে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। সেই সঙ্গে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও অর্থবিল অনুমোদন করা হয়।

সবশেষ সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। সেদিনও ছিল সোমবার। সে সময় সালেহউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবার তিনি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে নিজের প্রথম বাজেট পেশ করলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন