
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৫২ এএম
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ১২ কেজির দাম কমলো ২৮ টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

ছবি : সংগৃহীত
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৪০৩ টাকা, যা আগে ছিল ১ হাজার ৪৩১ টাকা। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে দাম কমেছে ২৮ টাকা।
এছাড়া, অটোগ্যাসের মূল্যও কমানো হয়েছে। প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা। ফলে দাম কমেছে ১ টাকা ২৭ পয়সা।
সোমবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে, মে মাসে এলপি গ্যাসের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার দাম আরও কমায় ভোক্তাদের জন্য স্বস্তির খবর আসলো।
বিশ্লেষকদের মতে, সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে এ দাম সমন্বয় করা হয়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।