BETA VERSION বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৩:৪৭ পিএম

Swapno

জাতীয়

সম্পূর্ণ প্রত্যাহার ১১০ পণ্যের আমদানি শুল্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৪:৫৩ পিএম

সম্পূর্ণ প্রত্যাহার ১১০ পণ্যের আমদানি শুল্ক

ছবি-সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১১০টি পণ্যের ওপর বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বাণিজ্য সংলাপ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে শুল্ক কাঠামোয় এই বড় রকমের পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২ জুন) বিকাল ৩টায় টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহমেদ। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া শুল্ক মূল্য যৌক্তিক করতে ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করার প্রস্তাব এসেছে। একইসঙ্গে বর্তমানে বলবৎ থাকা ট্যারিফ মূল্ ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত করা হবে বলে জানানো হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমদানি নির্ভর পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে সামঞ্জস্য রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপ ও এলডিসি-পরবর্তী প্রস্তুতির দিকেও আমরা নজর দিয়েছি।’

প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।

এর আগে সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সেখানে রেকর্ড করা হয় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনা। যা বিকাল ৩টায় সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।

সম্পূর্ণভাবে প্রত্যাহার প্রস্তাব শুল্ক বাজেট ২০২৫-২৬

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com