Logo
Logo
×

জাতীয়

কঠোর ব্যবস্থা হাসিল ব্যতীত অর্থ আদায় করলে : ডিএমপি কমিশনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:৪৮ পিএম

কঠোর ব্যবস্থা হাসিল ব্যতীত অর্থ আদায় করলে  : ডিএমপি কমিশনার

ছবি- সংগৃহীত

কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।

রোববার (১ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত সভায় এমন হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ।

এ সময় তিনি বলেন, কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত কোনো অর্থ আদায় করতে পারবেন না হাট ইজারাদাররা। এর বাইরে কোনো অর্থ আদায় করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশুবাহী কোনো যানবাহনকে হাটে জোরপূর্বক প্রবেশ করানো যাবে না। পশুর হাট অবশ্যই সিটি করপোরেশন নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। যত্রতত্র কোরবানির পশু লোড-আনলোড করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটালে বা জোরপূর্বক ব্যাপারীদের পশু বিক্রয়ে বাধ্য করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হাট থেকে ক্রয়কৃত কোরবানির পশু পরিবহনে যেন কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ভিডিও করে রাখার পরামর্শ দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। তিনি বলেন, যেকোনো ধরনের সমস্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানাবেন। ঘটনার প্রমাণ রাখবেন, ভিডিও করে রাখবেন। রাস্তার শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কোনো খারাপ আচরণ করবেন না। অযাচিত ও অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ করলে বা রাস্তা ব্লক করে পশুর হাট বসালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন