Logo
Logo
×

জাতীয়

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০১:১৬ এএম

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাত ১২টা ১৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা রওনা হয় তার ফ্লাইট। সফরকালে ড. ইউনূস টোকিওতে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে চলতি বছরের মধ্যেই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা করা হচ্ছে।

বৈঠকে জাপান বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়, যার মধ্যে বাজেট সহায়তা ও রেল খাত উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ রয়েছে।

সফরের একই দিনে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়, যার মধ্যে রয়েছে: জলবায়ু সহনশীলতা ও অর্থনৈতিক সংস্কারে ৪১৮ মিলিয়ন ডলারের ডেভেলপমেন্ট পলিসি লোন, জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল রেললাইন প্রকল্পে ৬৪১ মিলিয়ন ডলার ঋণ, মানবসম্পদ উন্নয়ন বৃত্তিতে ৪.২ মিলিয়ন ডলার অনুদান।

প্রধান উপদেষ্টা টোকিওতে অনুষ্ঠিত "বাংলাদেশ বিজনেস সেমিনার"-এ বক্তৃতা দেন, যেখানে দুই দেশের মধ্যে বিনিয়োগসহ ছয়টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়া বৃহস্পতিবার টোকিওর হিরাকাওচো চিয়োদা সিটিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মানবসম্পদ উন্নয়ন সেমিনারে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তির লক্ষ্য জাপানে বাংলাদেশি শ্রমিক নিয়োগ সহজতর করা, যেহেতু দেশটিতে শ্রমিক সংকট চলছে। জাপানি উদ্যোক্তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন।

সফরকালে ড. ইউনূস "নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া"-তে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশকে আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয়ে সমর্থন চান।

এছাড়া সোকা বিশ্ববিদ্যালয় তাকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

উল্লেখ্য, ২০০৪ সালে ড. ইউনূস "নিক্কেই এশিয়া পুরস্কার" লাভ করেন। তিনি ২৮ মে জাপানের রাজধানী টোকিও সফরে গিয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন