
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৩ পিএম
প্রধান উপদেষ্টা টোকিও থেকে দেশের পথে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১১:৪৬ এএম

ছবি- সংগৃহীত
আজ শনিবার সরকারি সফর শেষে জাপানের রাজধানী টোকিও থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট সফর সঙ্গীদের একটি সূত্র জানায়, আজ রাত ১০টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরের তৃতীয় দিন শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে দুই নেতা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত করার অঙ্গীকার করেন, যাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হয়।
শুক্রবার সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জাপানের সোকা ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।