
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ এএম
রাজধানীতে আজ সারাদিনই বৃষ্টি ঝরবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০১:২৮ পিএম

ঢাকা ও আশপাশের এলাকায় আজও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৩০ মে) সারা দিনই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় সামান্য কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ, যা বৃষ্টির কারণে আর্দ্র পরিবেশের ইঙ্গিত দিচ্ছে।
বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, গতকাল অঞ্চলটিতে রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৯৫ মিলিমিটার, যা গত কিছুদিনের মধ্যে অন্যতম বেশি।
আবহাওয়া পরিস্থিতির এই প্রবণতা আজও বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।