
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম
গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:৩৬ এএম

ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল অতিক্রম করে বর্তমানে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা হাওয়া এবং অমাবস্যাজনিত বায়ুপ্রবাহের কারণে স্বাভাবিকের চেয়ে উচ্চমাত্রার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে সাতক্ষীরা ও আশপাশের অঞ্চলে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে।
বিশেষ সতর্কবার্তায় আরও বলা হয়, অমাবস্যা এবং নিম্নচাপের মিলিত প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ আশপাশের চর ও দ্বীপাঞ্চলসমূহ ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তাল সাগরের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে ফিরে আসতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের সমুদ্রে না যাওয়ারও আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।