
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৪:০৩ এএম
ইশরাক হোসেনের শপথ অনিশ্চিত, সিদ্ধান্ত এখন সর্বোচ্চ আদালতের হাতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:১৮ পিএম

ইশরাক হোসেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ আপাতত স্থগিত রয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, শপথ কার্যক্রম এখন দেশের সর্বোচ্চ আদালতের রায়ের ওপর নির্ভর করছে।
মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ মে হাইকোর্টে একটি রিট খারিজ হওয়ার পর শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু এরই মধ্যে ২৫ মে ইশরাক হোসেন নিজেই মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে আরেকটি রিট দাখিল করেন।
এ ছাড়া ২৬ মে এক নাগরিকের পক্ষ থেকে হাইকোর্টের আগের রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ দায়ের করা হয়। ফলে এখন বিষয়টি বিচারাধীন সর্বোচ্চ আদালতে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।
এই আইনি জটিলতা না কাটা পর্যন্ত ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেই স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।