
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম
জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৭ সমঝোতা স্মারক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০১:৪০ পিএম

ছবি : সংগৃহীত
চার দিনের সরকারি সফরে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাপানে অবস্থানকালে তিনি ২৯-৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন। এছাড়া, সফরের সময় দুই দেশ সাতটি সমঝোতা স্মারক সই করবে। প্রধান উপদেষ্টা জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন, যা বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, ২৮-৩১ মে পর্যন্ত চলমান এই সফরে ঢাকা-টোকিও সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে। এয়ারক্রাফট সংকটে বন্ধ হওয়া ঢাকা-টোকিও সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে বলে তিনি জানান।
এই সফরে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
প্রধান উপদেষ্টা এর আগে জাতিসংঘ অধিবেশন, আজারবাইজানের কপ-২৯ সম্মেলন, ডি-৮ সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। চলতি বছর তিনি দাভোস, চীন, থাইল্যান্ড, কাতার এবং ভ্যাটিকান সিটি সফর করেছেন। এবার তাঁর গন্তব্য জাপান।