
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৯:৫৯ এএম
আমি থাকাকালীন দেশের ক্ষতি হয় এমন কিছু ঘটবে না : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১১:৪৪ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, যতদিন তিনি দায়িত্বে আছেন, ততদিন দেশের ক্ষতি হয়— এমন কিছু ঘটবে না।
রোববার (২৫ মে) রাতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা বর্তমানে এক ধরনের যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর পরিস্থিতিকে অস্থির করতে নানা চক্রান্ত চলছে— দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে, বিভাজন দূর করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “এই সংকটকালীন সময়ে সব রাজনৈতিক দলের একসাথে বসায় আমি সাহস পাচ্ছি। যদি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে না পারি, তাহলে নিজেকেই দায়ী মনে করবো।”
দেশের জন্য এটি একটি ‘মহাসুযোগ’ হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “যে অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে, তার ফলে আমাদের সামনে একটি বিরল সুযোগ এসেছে— ধ্বংসপ্রায় একটি দেশকে পুনর্গঠনের। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর নতুন করে একটি সঙ্কট তৈরি হয়েছে— দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যাতে দেশ অগ্রসর না হতে পারে, যেন সব কিছু ভেঙে পড়ে এবং আমরা আবার পরাধীনতার দিকে ফিরে যাই।”
তিনি জোর দিয়ে বলেন, “আমি যতদিন এই দায়িত্বে আছি, নিশ্চিন্ত থাকতে পারেন— দেশের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ আমি হতে দেব না।”