
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৩:২৬ এএম
চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না: প্রেস সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০২:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না, তবে টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘সিএমজেএফ টক’-এ তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশকে উৎপাদনের কেন্দ্র বানাতে সমুদ্রবন্দরের দক্ষতা বাড়ানো জরুরি। নইলে বিদেশি বিনিয়োগ আসবে না। একই সঙ্গে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদেশি বিনিয়োগ আনতে নানা ক্ষেত্রে সংস্কার কার্যক্রম চলছে উল্লেখ করে প্রেস সচিব জানান, আর্থিক খাতে সংস্কার করা হয়েছে, যদিও টাকার অবমূল্যায়ন হয়নি। পুঁজিবাজারে স্বচ্ছতা বজায় রাখতে চেষ্টা চলছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরকে দুই ভাগ করার উদ্যোগ সরকারের অগ্রাধিকারের অংশ, যা রাজস্ব আদায় বাড়াতে সহায়ক হবে।
এছাড়া, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগের অন্তবর্তী সরকারের দায়িত্ব ছিল শুধু নির্বাচন করা, তবে বর্তমান সরকারের দায়িত্ব সংস্কার, বিচার ও নির্বাচন পরিচালনা করা।