
প্রিন্ট: ২৯ জুন ২০২৫, ০২:২২ পিএম
বিপিসির আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০২:৩২ পিএম

ছবি : সংগৃহীত
তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস পাওয়ার পর ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
রোববার (২৫ মে) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন। এর আগে সকাল ৬টা থেকে ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্পে বিক্রি বন্ধ থাকায় সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংকট সমাধানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও মালিক সমিতির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ দিনের মধ্যে সব দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়।
তবে পাম্প মালিক নেতারা জানান, অন্যান্য দাবিগুলো দুই মাসের মধ্যে সমাধান না হলে পুনরায় কর্মবিরতি ডাকতে পারেন তারা।
পেট্রোল পাম্প মালিকদের ৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো— সওজ অধিদপ্তরের ইজারা মাশুল পূর্বের মতো বহাল রাখা, সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন হিসেবে গণ্য করা, আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন ও নিবন্ধন প্রথা বাতিল করা, বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া তেল বিক্রি বন্ধ করা, ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়নে বাধা দূর করা এবং অবৈধভাবে খোলা স্থানে মেশিনের মাধ্যমে জ্বালানি বিক্রির কার্যক্রম বন্ধ করা।
বিপিসির আশ্বাসে এখন ধর্মঘট প্রত্যাহার করা হলেও পরিস্থিতির ওপর নজর রাখছেন সংশ্লিষ্টরা।