Logo
Logo
×

জাতীয়

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহার না হলে কাজে ফিরবে না সচিবালয় কর্মচারীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০২:৩০ পিএম

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহার না হলে কাজে ফিরবে না সচিবালয় কর্মচারীরা

ছবি : সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।  

রোববার (২৫ মে) সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ চলাকালে এই ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।  

তিনি অভিযোগ করেন, নতুন অধ্যাদেশের মাধ্যমে কর্মকর্তাদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, "আমরা এই অপপ্রয়াস রুখে দেবো ইনশাআল্লাহ। এটি সম্পূর্ণ নিবর্তনমূলক আইন, যা আমরা মেনে নেব না।"  

তিনি আরও জানান, যতদিন না এই অধ্যাদেশ পুরোপুরি বাতিল করা হয়, ততদিন তারা সচিবালয়ে বাদামতলার সামনে অবস্থান করবেন এবং কাজে ফিরবেন না।  

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে বিষয়টি পর্যালোচনার জন্য চার উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

এদিকে অভিযোগ উঠেছে, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি তৈরি করা হয়েছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করতে পারে।  

সচিবালয়ে চলমান আন্দোলন পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে, যেখানে কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি আদায়ে অনড় রয়েছেন।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন