
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৫:৩১ এএম
অর্থবহ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে চান ড. ইউনূস : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০১:৫২ এএম

ছবি : সংগৃহীত
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগ ঘিরে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এই সংকট দূর হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান জানান, “ড. ইউনূস আমাদের বলেছেন তিনি একটি অর্থবহ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চান— এমন কোনো ‘কাজ চালানোর’ নির্বাচন নয়।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ড. ইউনূস আমাদের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়গুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আমাদের দুটি মূল দাবি— নির্বাচনপূর্ব সংস্কার এবং একটি নিরপেক্ষ রোডম্যাপ— তার কাছে তুলে ধরা হয়েছে।”
সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “সংস্কারের পরে সকলেই নির্বাচন চায়, আমরাও চাই। তবে আমরা কোনো সময়সীমা চাপিয়ে দিচ্ছি না। আমরা শুধু দুটি সম্ভাব্য সময়সূচি গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছি— যদি দ্রুত সংস্কার সম্পন্ন হয়, তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব; আর যদি তা না হয়, তাহলে রোজার পরপরই নির্বাচন হতে পারে। তবে খুব বেশি সময় নিলে আবহাওয়া এবং পরিস্থিতির কারণে নির্বাচনের অনুকূল পরিবেশ নাও থাকতে পারে।”
সরকারের নিরপেক্ষতা নিয়ে দলটির কোনো উদ্বেগ আছে কিনা— এমন প্রশ্নে তিনি জানান, “যখন প্রয়োজন মনে করবো, তখন আমরা গণমাধ্যমের মাধ্যমে জানাবো।”
বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলছে, প্রধান উপদেষ্টা আমাদের ডেকে পাঠিয়েছেন। এটা একতরফা নয়। আসলে আমরা আগে থেকেই তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। আমাদের অনুরোধের ভিত্তিতেই এই বৈঠক নির্ধারিত হয়েছিল সন্ধ্যা ছয়টায়, পরে আমাদের দলের পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তা পিছিয়ে রাত আটটায় অনুষ্ঠিত হয়।”
তিনি আরও জানান, “ড. ইউনূস আমাদের বলেছেন, ‘দেশ আমাদের সবার। আমি একটি প্রকৃত নির্বাচন দিতে চাই। এমন নির্বাচন নয়, যা প্রশ্নবিদ্ধ হবে।’ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি পরিণত সিদ্ধান্তে পৌঁছাবেন।”
এই বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমানের ভাষায়, “বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে এখন যে সংলাপ শুরু হয়েছে, তা দেশের জন্য আশার আলো।”