
প্রিন্ট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৭ এএম
পলায়নের দায়ে সিনিয়র সহকারী সচিব চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৬:৪৪ পিএম

২০১৯ সালে দুই বছরের জন্য লিয়েন নিয়ে অস্ট্রেলিয়ায় চাকরি করতে গিয়েছিলেন প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব সোনিয়া আফরিন। তবে নির্ধারিত সময় শেষে দেশে ফিরে কাজে যোগ না দেওয়ায় তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার।
বিসিএস ২৪তম ব্যাচের এ কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (২৩ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে, যা শনিবার (২৫ মে) প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সোনিয়া ২০১৯ সালের ১৪ নভেম্বর ‘অস্ট্রেলিয়ান এক্সপোর্ট গ্রেইন ইনোভেশন সেন্টারে’ গ্রেইন কোয়ালিটি টেকনিক্যাল অফিসার পদে যোগদানের জন্য লিয়েনের আবেদন করেন। এরপর ২২ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তার লিয়েন মঞ্জুর করা হয়। তিনি ৩০০ টাকার অঙ্গীকারনামায় লিয়েন শেষে চাকরিতে ফিরবেন বলে প্রতিশ্রুতি দেন।
তবে লিয়েন শেষে তিনি ফিরে না এসে ২০২১ সালের ৭ ডিসেম্বর আবারও লিয়েন বাড়ানোর আবেদন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় তা না মঞ্জুর করে ২০২২ সালের ৮ আগস্ট তাকে অবিলম্বে কাজে যোগদানের নির্দেশ দেয় এবং বিষয়টি ই-মেইল ও ফোনে জানায়।
কিন্তু সোনিয়া নির্ধারিত সময়ের ৬০ দিনের বেশি বিদেশে অবস্থান করেন এবং চাকরিতে যোগ না দিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করেন। এতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা হয়।
তার কাছে কৈফিয়ত চাওয়া হলেও কোনো জবাব না পাওয়ায় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
পরে সরকারি কর্ম কমিশন ও রাষ্ট্রপতির অনুমোদনের পরিপ্রেক্ষিতে, সোনিয়াকে ২০২১ সালের ২২ ডিসেম্বর থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।