প্রিন্ট: ০৩ নভেম্বর ২০২৫, ১২:১৫ এএম
প্রতিবন্ধকতা সত্ত্বেও অর্পিত দায়িত্ব পালন করতেই হবে : প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৫:৩৮ পিএম
আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের কার্যালয়ে এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের ১১তম একনেক সভায় সভাপতিত্ব করেন ড. ইউনূস
রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও অর্পিত দায়িত্ব পালন করতেই হবে।
শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এই বার্তা দেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা তো পদত্যাগের কথা বলেননি। তিনি বলেছেন, আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, তা পালন করতেই হবে। অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু সব বাধা অতিক্রম করেই কাজ চালিয়ে যেতে হবে। কারণ এই দায়িত্বের ওপর নির্ভর করছে দেশের বহু বছরের ভবিষ্যৎ।
উল্লেখ্য, বেলা ১১টায় একনেক সভা শুরু হয়, যেখানে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে সভা শেষ হয় এবং দুপুর ১২টা ২০ মিনিটে এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়, যা চলে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত।
উক্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূসের সভাপতিত্বে ১৯ জন উপদেষ্টা অংশ নেন। উপদেষ্টা পরিষদের এই রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টাদের বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। একনেক সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের কক্ষ ত্যাগ করতে দেখা যায়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণত একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হলেও আজকের সভা শেষে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং হয়নি, যা পরিস্থিতির গুরুত্ব এবং অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।
এই অবস্থানে স্পষ্ট যে, রাজনৈতিক অচলাবস্থার মধ্যেও অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত আপাতত দিচ্ছেন না অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

