Logo
Logo
×

জাতীয়

একনেক বৈঠক শেষে উপদেষ্টাদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০২:২২ পিএম

একনেক বৈঠক শেষে উপদেষ্টাদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক

ছবি : সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাধারণত পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করে থাকেন। তবে এবার সেই ব্রিফ বাতিল করা হয়েছে, যার পরই উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়।  

শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।  

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, একনেক সভার পর ব্রিফিং না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সারসংক্ষেপ পরে মেইল করে পাঠানো হবে।  

এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গেল বৃহস্পতিবার এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা জানিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে সরকার পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন।  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তবে এ বিষয়টি সামনে আসার পর বিভিন্ন পক্ষ থেকে তাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।  

রাজনৈতিক অঙ্গনে এই বৈঠক ও পদত্যাগ ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন