
প্রিন্ট: ২৯ জুন ২০২৫, ০১:১৯ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে: পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৫:২৭ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিয়েছে। সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ নিরলসভাবে কাজ করছেন।
ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান জানান, কিছু গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রধান উপদেষ্টার কাছ থেকেই শুনতে হবে।
ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আওতায় প্রথমে তুরাগ নদী দূষণমুক্ত করার কাজ শুরু হবে।
এছাড়া, টাঙ্গাইলের মধুপুর এলাকায় গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলাগুলো প্রত্যাহার এবং তাদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সক্রিয় রয়েছে। আগামী ২৪ মে মধুপুর এলাকায় সীমানা নির্ধারণের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।