
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১১:১৬ পিএম
গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:৫৭ পিএম

জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ মে) দুপুরে বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি সচেতনতামূলক পোস্টে এই সতর্কবার্তা জানানো হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সেনাবাহিনী ও জনগণের মধ্যকার আস্থার সম্পর্ক বিনষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।
পোস্টে স্পষ্ট করে বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।
সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির একটি ছবি সংযুক্ত করে সতর্কতার সঙ্গে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়।
সেনাবাহিনী সবাইকে আহ্বান জানিয়েছে—জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতির স্বার্থে দায়িত্বশীল আচরণ করতে এবং যেকোনো সন্দেহজনক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করতে।