Logo
Logo
×

জাতীয়

জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:০৩ এএম

জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি : সংগৃহীত

ভারতীয় হস্তক্ষেপ ও জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে 'জুলাই ঐক্য'র ব্যানারে সংগঠিত ৮০টি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে ফের রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান যে ঐক্যের ভিত্তিতে সংঘটিত হয়েছিল, সেই ঐক্য আজ দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার। বক্তাদের ভাষায়, “জুলাই ঐক্যকে যারা ধ্বংস করতে চাইছে, তারা জনগণের রোষানলে পড়বে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই জনতা রাজপথ ছাড়বে না।”

তারা আরও বলেন, “৩১ মে’র মধ্যে সচিবালয় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করা হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।”

জুলাই ঐক্যের অন্যতম সংগঠন ‘আপ বাংলাদেশের’ প্রতিনিধি আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ভারতের প্রভাব বিস্তারকারী এজেন্টদের পুনর্বাসন করা হয়েছে। তাদের দ্রুত অপসারণ করতে হবে।” তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, “জুলাই শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করুন এবং আগের সরকারের দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনুন।”

জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সমাবেশে বলেন, “আহত আন্দোলনকারীদের চিকিৎসার কোনো ব্যবস্থা না করে উপদেষ্টারা ক্ষমতা উদযাপনে ব্যস্ত। উপদেষ্টা পরিষদে যারা ভারতের স্বার্থে কাজ করছে, তাদের অবস্থান দেশের জন্য হুমকি। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এসব ষড়যন্ত্র সফল হবে না।”

তিনি নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জুলাই ঐক্যের পক্ষ থেকে তিন দফা দাবি উপস্থাপন করেন:

জুলাই ঐক্যের ৩ দফা দাবি

১. জুলাই আন্দোলন ও ঐক্যকে ধ্বংসে নিযুক্ত ভারতীয় এজেন্টদের চিহ্নিত করে দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনতে হবে।

২. উপদেষ্টা পরিষদে ভারতের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ব্যক্তিদের অবিলম্বে সরিয়ে দিয়ে পরিষদ পুনর্গঠন করতে হবে।

৩. নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন