Logo
Logo
×

জাতীয়

অর্ধদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রায় চার লাখ প্রাথমিক সহকারী শিক্ষক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:৫৮ পিএম

অর্ধদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রায় চার লাখ প্রাথমিক সহকারী শিক্ষক

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পৌনে চার লাখ সহকারী শিক্ষক আগামীকাল বুধবার (২১ মে) সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা শ্রেণিকক্ষে উপস্থিত থাকবেন না এবং ক্লাস ও পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন।

এই কর্মসূচি তিনটি প্রধান দাবিকে কেন্দ্র করে আয়োজিত—সহকারী শিক্ষকদের বেতন কাঠামোকে ১১তম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে উন্নীত করার নিশ্চয়তা।

ছয়টি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত 'প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ'-এর ব্যানারে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। সংগঠনের নেতারা বলছেন, সহকারী শিক্ষকরা এন্ট্রি লেভেলের সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা যুগোপযোগী কনসালটেশন কমিটির সুপারিশ বাস্তবায়নের জোর দাবি জানান।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন জানান, “পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল শিক্ষকরা শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকবেন। এর আগেও ৫ মে এক ঘণ্টা এবং ১৭ মে থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালিত হয়েছে। সরকারের কাছে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানিয়ে কর্মসূচি স্থগিতের অনুরোধ করা হয়। তবে আমরা পরিষ্কার করে বলেছি, আলোচনা চলবে—তবে কর্মসূচিও চলবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রাথমিক সহকারী শিক্ষকরা বেতন বৈষম্য ও পদোন্নতির জটিলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। সোমবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ছয়টি সংগঠনের ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও অধিদপ্তর কর্মসূচি স্থগিতের আহ্বান জানিয়েছে, শিক্ষক নেতারা তা প্রত্যাখ্যান করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন