Logo
Logo
×

জাতীয়

অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৩:৪৫ পিএম

অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী

ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটিয়ে তাকে মেয়র হতে বাধা দিচ্ছে।  

মঙ্গলবার (২০ মে) খিলক্ষেতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। এ সময় তিনি বলেন, চট্টগ্রামের ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাকের ক্ষেত্রে সমস্যা কোথায়?  

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ প্রতিনিধি দল আহত রাকিবুলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তার মায়ের সঙ্গে কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও সহমর্মিতা পৌঁছে দেন তারা। পাশাপাশি, রাকিবুলের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।  

রিজভী আরও বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তরুণ হওয়ায় হঠাৎ গুরুতর দায়িত্ব পাওয়ার কারণে তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে।  

তিনি ২৪-এর গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। সরকারের কার্যক্রমে অনিয়ম ও অকার্যকর সিদ্ধান্তই বেশি দেখা যাচ্ছে।  

সম্প্রতি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে রিজভী মন্তব্য করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাদের অসম্মান করা হয় এবং পুলিশকে ব্যবহার করা হয়। তিনি শেখ হাসিনার আমলের প্রসঙ্গ টেনে বলেন, তখনও পুলিশ নির্যাতন চালানোর জন্য ব্যবহৃত হতো।  

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ অনেকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন