
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে নানা আইনি জটিলতা রয়েছে: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৫:১১ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে নানা আইনি জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
আসিফ মাহমুদ জানান, নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল উচ্চ আদালতের আদেশ লঙ্ঘন করে রায় প্রদান করেছে। নির্বাচন কমিশন শুনানিতে অংশ না নেওয়ায় রায় একপাক্ষিক হয়েছে, পরবর্তীতে কমিশন আপিলও করেনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ মামলার পক্ষভুক্ত ছিল না এবং রায়ে তাদের প্রতি কোনো নির্দেশনাও নেই। এ বিষয়ে রিট পিটিশন বিচারাধীন রয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ের ভিত্তিতে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করলেও ঢাকা দক্ষিণের বিষয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে। এছাড়া মেয়াদ সংক্রান্ত জটিলতাও রয়েছে, যা এখনো স্পষ্ট নয়।
আইনি জটিলতার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ‘কোনো আইনি বাধা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের’ কথা বললেও বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার অভাব ও বিচারাধীন রিট পিটিশনের কারণে আইনি সমস্যা থেকে গেছে।
এসব সমস্যা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।
তিনি আরও বলেন, উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় শপথ গ্রহণ সম্ভব নয়। তবে বিএনপি এই পরিস্থিতি উপেক্ষা করে নগরভবন বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যার ফলে সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। আওয়ামী আমলের নির্বাচনের বৈধতা প্রশ্নে রাজনৈতিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা।