
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১০:১০ পিএম
শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক, গঠিত তদন্ত টিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:৩৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) কমিশন থেকে উপ-পরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটির একটি ঊর্ধ্বতন সূত্র।
এই অনুসন্ধান দলের দায়িত্ব হবে শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথি যাচাই করে প্রকৃত তথ্য বের করা।
এর আগে প্লট জালিয়াতি, অর্থ পাচার ও বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট সংক্রান্ত একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছিল। পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
চার্জশিটে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার নাম রয়েছে।
এছাড়াও, দেশের বিমানবন্দর উন্নয়নে হাজার কোটি টাকার অনিয়ম তদন্তে শেখ হাসিনাসহ সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, যদিও এখন পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
দুদক সূত্র বলছে, অনুসন্ধান কাজে গতি আনা এবং আইনি প্রক্রিয়া জোরদার করাই এখন তাদের অগ্রাধিকার।