Logo
Logo
×

জাতীয়

ইশরাকের শপথ দাবিতে টানা চতুর্থ দিন নগরভবনের সামনে বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:৩১ পিএম

ইশরাকের শপথ দাবিতে টানা চতুর্থ দিন নগরভবনের সামনে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত এই আন্দোলনে নগরভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে অবস্থান নিয়েছেন তারা, ফলে সেবাগ্রহীতারা ভেতরে প্রবেশ করতে পারছেন না।

রোববার (১৮ মে) সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগরভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের মুখে ছিল— ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’— এমন নানা স্লোগান।

আন্দোলনকারীদের অভিযোগ, নির্বাচনে জয়ী হলেও গেজেট প্রকাশের পর ২০ দিন পার হয়ে গেছে, তবুও ইশরাককে শপথ পড়ানো হয়নি। যাত্রাবাড়ীর বাসিন্দা এমদাদুল হক বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আমরা জানতে চাই, কেন তাকে এখনো দায়িত্ব দেওয়া হচ্ছে না?

পুরান ঢাকা থেকে আসা নাসরিন আক্তার বলেন, শুধু গেজেট প্রকাশ করলেই হবে না, শপথ পড়িয়ে তাকে দায়িত্বে বসাতে হবে।

এদিকে শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের পর ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল, কিন্তু সরকার দলীয় প্রভাব খাটিয়ে তা থামানোর চেষ্টা করা হয়। এখন আদালতের রায় আমাদের পক্ষে এসেছে, অথচ এখনও শপথ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করেন। তবে ২০২৪ সালের ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে সেই ফল বাতিল হয়ে যায় এবং ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট সংক্রান্ত পরামর্শ চায়।

ইশরাকপন্থিদের দাবি, শপথ নিয়ে আর বিলম্ব করলে তারা আরও বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন