
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৪:১৬ এএম
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:৫৯ এএম

ফাইল ছবি
গত সপ্তাহের তীব্র তাপপ্রবাহের পর দেশের আবহাওয়ায় এসেছে পরিবর্তন। সারাদেশে ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রা। এর ধারাবাহিকতায় রবিবার (১৯ মে) রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং পশ্চিম অথবা পশ্চিম-দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ ছাড়া রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার (১৮ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে—৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে—২১ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে রাজশাহীর তাড়াশে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তাপপ্রবাহের পর বৃষ্টির এই পূর্বাভাস দেশের জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশ্লেষকরা।