
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৮:০১ এএম
তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, তাপপ্রবাহ থাকবে কিছু অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:১৭ পিএম

ছবি : সংগৃহীত
আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচদিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে—ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ি, সিরাজগঞ্জ, চাঁদপুর, বান্দরবান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও ঝিনাইদহ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শনিবার (১৭ মে) এর পূর্বাভাস
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (১৮ মে) এর পরিস্থিতি
উক্ত তিন বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে দু-একটি স্থানে হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা অল্প পরিমাণে কমতে পারে।
সোমবার ও মঙ্গলবার (১৯ ও ২০ মে)
এ দুই দিনেও দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটসহ আরও কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে মঙ্গলবার তা আবার স্থিতিশীল থাকবে।
সার্বিকভাবে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়লেও দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে তাপপ্রবাহের প্রভাব কিছুটা স্থায়ী থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।