
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম
ঈদুল আজহা সামনে রেখে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:৫৬ এএম

ছবি : সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (১৬ মে) থেকে। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী তারিখের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ভোর থেকে রাজধানীর বিভিন্ন কাউন্টারে টিকিট সংগ্রহে ভিড় করেন যাত্রীরা। অনেকে ইতোমধ্যেই টিকিট সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন। ঢাকা-রংপুর রুটের ৩ জুনের টিকিট হাতে পেয়ে মোহাম্মদ ইমরান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।”
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, যাত্রীরা সরাসরি কাউন্টারে অথবা অনলাইনে— দুইভাবে টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনে টিকিট সরবরাহ করবে।
ভাড়া নিয়ে প্রশ্নে রাকেশ বলেন, “বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে, অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ থাকায় এবার বিষয়টিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন কর্তৃপক্ষকে বলা হয়েছে যেন ভাড়া যুক্তিসংগত ও যাত্রীবান্ধব হয়।
টিকিট সংগ্রহে আগ্রহীদের জন্য পরিবহন সংস্থাগুলো যথাসম্ভব সুষ্ঠু ব্যবস্থাপনার চেষ্টা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।