Logo
Logo
×

জাতীয়

ডিপ্লোমা নার্সদের ডিগ্রির স্বীকৃতির দাবিতে শাহবাগ অবরোধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৬:৪৫ পিএম

ডিপ্লোমা নার্সদের ডিগ্রির স্বীকৃতির দাবিতে শাহবাগ অবরোধ

ছবি : সংগৃহীত

ডিগ্রির স্বীকৃতির এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার পর থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে তারা রাস্তায় নেমে আসেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত আন্দোলনকারীদের শাহবাগ মোড়ে অবস্থান করতে দেখা গেছে।

আন্দোলনকারীরা জানান, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ১১০ ক্রেডিটের ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ ও ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্স সম্পন্ন করার পরও তাদেরকে ডিগ্রির সমমান দেওয়া হচ্ছে না। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরবর্তী তিন বছর মেয়াদি কোর্সের শিক্ষার্থীরা ডিগ্রি স্বীকৃতি পাচ্ছেন। এই বৈষম্যের অবসান চেয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী রাফিয়া চৌধুরী বলেন, "এক দফা দাবিতে আমরা অনেকদিন ধরেই আন্দোলন করছি, কিন্তু সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"

এর আগে সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এবং সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন। পথে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা তা ভেঙে মোড়ে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে ‘দাবি মোদের একটাই—ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ নানা স্লোগান শোনা যায়।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের পর ছয় মাসের ইন্টার্নশিপ শেষে তাদের এইচএসসি সমমানের সনদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ের মধ্যে স্নাতক সমমানের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারির দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন