Logo
Logo
×

জাতীয়

ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্ট ও ওয়ার্কশপ বন্ধের ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৭:৫৪ পিএম

ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্ট ও ওয়ার্কশপ বন্ধের ঘোষণা

ছবি : সংগৃহীত

রাজধানীর মূল সড়কে চলাচলরত অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৩ মে) আসাদগেট এলাকায় যৌথ অভিযানে প্রায় ৩০টি অবৈধ রিকশা জব্দ করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীতে ঘটে যাওয়া ২০ শতাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে এই রিকশাগুলোর ভূমিকা, যা বিশেষ করে নারী ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ। এসব রিকশার নেই কোনো নিরাপত্তা মান, নীতিমালা বা নিয়ন্ত্রণ।

তিনি জানান, ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনকারী ওয়ার্কশপ বন্ধ করা হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নকশা তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট কয়েকটি কোম্পানিকে সেটি উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, এ মাসের মধ্যেই রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ চালকরাই বৈধ লাইসেন্স পাবেন। একটি জাতীয় পরিচয়পত্রে একটি মাত্র রিকশার লাইসেন্স ইস্যু করা হবে। ভাড়া নির্ধারিত থাকবে এবং এক এলাকার বৈধ রিকশা অন্য এলাকায় চলতে পারবে না। চলমান রিকশা নিয়ে চলা বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলমসহ ডিএমপির কর্মকর্তা ও ডিএনসিসির কর্মকর্তারা।

ডিএনসিসি প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে, এসব উদ্যোগ রাজধানীর রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন