Logo
Logo
×

জাতীয়

মাগুরায় শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা ১৭ মে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০২:১০ পিএম

মাগুরায় শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা ১৭ মে

ছবি : সংগৃহীত

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য আগামী ১৭ মে তারিখ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপনের পর মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।  

এর আগে সোমবার (১২ মে) সকাল ১০টায় মামলার যুক্তিতর্ক শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে শেষ হয়। সেদিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্যপ্রমাণ উপস্থাপন করেন। তবে পরিপূর্ণ যুক্তিতর্ক উপস্থাপন না হওয়ায় মঙ্গলবার পুনরায় শুনানি হয়, এরপর আদালত রায়ের দিন ধার্য করে।  

গত ১৩ এপ্রিল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন মামলার চার্জশিট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে জমা দেন। চার্জশিটে মামলার ৪ আসামিকে অভিযুক্ত করা হয়।  

অভিযোগে বলা হয়েছে, ধর্ষণ ও হত্যার মূল আসামি হিটু শেখ। এছাড়া নিহত শিশুর বোনজামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।  

ঘটনাটি ঘটে গত ১ মার্চ মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে, যখন ভুক্তভোগী শিশু তার বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।  

এ ঘটনায় ৮ মার্চ নিহত আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। এ ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং ব্যাপক প্রতিবাদ ও আলোচনা হয়।  

রায়ের দিন ঘনিয়ে আসায় মামলার অগ্রগতি নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন সকলের নজর ১৭ মে আদালতের রায়ের দিকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন