
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৪:১৬ এএম
আ.লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৫, ০৯:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার রাত সোয়া ৯টার দিকে এ তথ্য জানান।রাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার রাত সোয়া ৯টার দিকে এ তথ্য জানান।
সোমবার, ১২ মে—স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ওই ঘটনার পর, বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশন একটি জরুরি বৈঠকে বসে।
প্রায় চার ঘণ্টাব্যাপী আলোচনার পর রাত সোয়া ৯টার দিকে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে নির্বাচন কমিশন বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, “আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে।”