Logo
Logo
×

জাতীয়

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৫:৩১ পিএম

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক ও ঘরোয়া বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারাধীন থাকা অবস্থায় দলটির কর্মকাণ্ড জননিরাপত্তা ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিষয়টি নিশ্চিত করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ সারা দেশে দমন-পীড়ন, গুম, হত্যা, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে দলটি এবং এর অঙ্গ সংগঠনসমূহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এ সময়ে গুম, পুড়িয়ে মানুষ হত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে দেশি-বিদেশি প্রতিবেদনে উঠে এসেছে।

এছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দলটি উসকানিমূলক মিছিল, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে রাষ্ট্রের নিরাপত্তা ও বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে।

সরকার সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে এ নিষেধাজ্ঞা জারি করেছে। দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ অন্যান্য আদালতে বিচারকার্য চলমান থাকা অবস্থায় তাদের যাবতীয় প্রচার, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন ও গণমাধ্যমে প্রচার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন