
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৬ পিএম
ড. ইউনূসের ব্যক্তিগত সম্পত্তি নেই, অনুমোদিত প্রতিষ্ঠানেও নেই শেয়ার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:০৫ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই এবং তিনি কোনো গাড়িরও মালিক নন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি বলেন, “ড. ইউনূসের নামে কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই, এমনকি তিনি নিজে কোনো গাড়িও ব্যবহার করেন না যা তার মালিকানাধীন।”
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি, গ্রামীণ ওয়ালেট বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ড. ইউনূসের কোনো ব্যক্তিগত মালিকানা নেই। এসব প্রতিষ্ঠান থেকে তিনি আর্থিকভাবে উপকৃত হন, এমন প্রমাণও নেই। গ্রামীণ নামটি উনার দেওয়া হলেও, এই প্রতিষ্ঠানগুলো তার ব্যক্তিগত নয়।”
তিনি বলেন, “এইসব প্রতিষ্ঠানের অনুমোদনে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই। কারও কোনো সন্দেহ থাকলে, বিষয়গুলো তদন্ত করে দেখা হোক।”
গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সির প্রসঙ্গে তিনি বলেন, ২০০৯ সালে প্রতিষ্ঠানটি সৌদি ও জার্মান হাসপাতাল চেইনের আগ্রহে লাইসেন্সের আবেদন করে। “ওই সময়ে তারা বলেছিল, ড. ইউনূসের মাধ্যমে নিয়োগ দিলে খরচ কমবে। সেই কারণে শেখ হাসিনার সরকারের আমলে আবেদন করলেও অনুমোদন মেলেনি। এখন ২০২৪ সালের পর অনুমোদন পেলে সেটা দোষের কিছু নয়।”
তিনি আরও জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় সাড়ে ৩ হাজার কর্মী পাঠানো এজেন্সি রয়েছে।
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে শফিকুল আলম বলেন, “২০১২-১৪ সালে পূর্বাচলে ২-৩ শত বিঘা জমি কেনা হয় বিশ্ববিদ্যালয়ের জন্য। তবে তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আবেদন গ্রহণে অনাগ্রহ দেখায়। বারবার জানানো হয়, আবেদন জমা না দিতে। অবশেষে গত ৬ মাস ধরে চলা অডিটের পর প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়েছে।”
তিনি যোগ করেন, “ড. ইউনূস এমন একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে চেয়েছেন যেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপকরা পাঠদান করবেন।”