
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ১১:০১ পিএম
ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ, আগামী পাঁচ দিনে বজ্রবৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫, ০১:৫৬ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (১১ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে।
সোমবার (১২ মে) থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৩ মে) থেকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
বুধবার (১৪ মে) ও বৃহস্পতিবার (১৫ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া, কুমিল্লা, রংপুর, রাজশাহী ও ঢাকার কিছু এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।