Logo
Logo
×

জাতীয়

প্রেস সচিব

আ.লীগ নিষিদ্ধ করায় নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন নয় সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:২৭ পিএম

আ.লীগ নিষিদ্ধ করায় নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন নয় সরকার

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলের কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

রবিবার (১১ মে) বার্তা সংস্থা তিনি বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বের কোথাও খুনি, দুর্নীতিগ্রস্ত ও গণতন্ত্রবিরোধী দলের পক্ষে কেউ কথা বলবে না। তাই এই সিদ্ধান্ত নিয়ে বিশ্ব শোক প্রকাশ করবে বলে মনে করি না।’

শনিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলের সকল কার্যক্রম—including অনলাইন কার্যক্রম—নিষিদ্ধ থাকবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, এই সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের সুরক্ষা এবং জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। তিনি বলেন, এ সংক্রান্ত নির্দেশনা দ্রুতই প্রকাশ করা হবে।

প্রেস সচিব বলেন, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিবেদনে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে দলটি নির্বাচন প্রক্রিয়া ধ্বংস, গণতন্ত্রে হস্তক্ষেপ এবং বিদেশে অর্থ পাচারের সঙ্গেও যুক্ত বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, একই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে রাজনৈতিক দল, অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকেও শাস্তির আওতায় আনার বিধান অনুমোদন করা হয়েছে।

সূত্র : ইউএনবি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন