
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম
আওয়ামী লীগের রাজনীতি সাময়িক স্থগিতের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:১৬ পিএম

ছবি : সংগৃহীত
গত বছরের জুলাই-অগাস্টের আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা দুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এনসিপি গঠনের পর থেকেই তারা ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার বিচারের দাবিতে সোচ্চার এবং সেই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আসছিল।
এনসিপির দাবি নতুন মাত্রা পায় যখন বুধবার গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা মো. আবদুল হামিদ থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। তার পরপরই এনসিপি নতুন কর্মসূচি দিয়ে মাঠে নামে, যার জেরেই সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত এলো বলে ধারণা করা হচ্ছে।
বিস্তারিত আসছে...