Logo
Logo
×

জাতীয়

সচিবালয় ও যমুনা ভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৫, ০২:৪৮ পিএম

সচিবালয় ও যমুনা ভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ভবনের আশপাশে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে।

শনিবার (১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এই আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, যমুনা ভবন এবং পার্শ্ববর্তী এলাকাসমূহ—যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোডে—সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং কেউ এই আদেশ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন